সলিল সমাধি
জলবায়ু বদলে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে। ফলে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে নানা দেশের কোটি কোটি মানুষ। এমন কি জলতলের উচ্চতা বেড়ে ডুবে যেতে পারে আস্ত শহর, এই আশঙ্কাও করা হচ্ছে। নেচার কমিউনিকেশনের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যদি জলবায়ু সংকট এই হারে বাড়ে, তবে আগামী ৩০-৩৫ বছরে, সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে দুই থেকে সাত ফুট কিংবা তারও বেশি। এর ফলে আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও তিনগুণ বেশি এলাকা ও সেখানকার মানুষ বিপদের মুখে পড়বে। সমুদ্রের জলতল বিপদসীমা অতিক্রম করায় এ শতাব্দীর শেষে ঘরহারা হতে পারে ২০ কোটি মানুষ। এছাড়া ২০৫০ সালের মধ্যে প্রতি বছরই প্রবল বন্যার মুখে পড়তে পারে উপকূলবাসী প্রায় ৩০ কোটি মানুষ। এই গবেষণায় এশিয়ার আটটি দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রতি বছর বন্যা ও স্থায়ী প্লাবনের ঝুঁকিতে রয়েছে। এই আট দেশ হল, ভারত, বাংলাদেশ, চিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স ও জাপান। জলতলের উচ্চতা বাড়ার কারণ, হিমালয় থেকে অ্যান্টার্কটিকা সব জায়গায় দ্রুত বরফের স্তর গলা। তবে সবচেয়ে দ্রুত গলছে গ্রিনল্যান্ডের বরফ। ২০০৬ থেকে ২০১৫ সময়কালে গড়ে প্রতি বছর ২৭৫