কুনজর


বিশ্বে বর্তমানে দুশো কুড়ি কোটি মানুষ চোখের সমস্যা এবং দৃষ্টি বৈকল্যে ভুগছে, আর চোখের  চিকিৎসা ও পরিচর্যার চাহিদাও নাটকীয়ভাবে বাড়ছে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। এই সংস্থা তার প্রতিবেদনে বলেছে, চোখের রোগের অন্যতম কারণ শরীরচর্চা না করা এবং দিনের সিংহভাগ সময় বৈদ্যুতিন সামগ্রীর যেমন স্মার্ট ফোন, কম্পিউটার ইত্যাদির ব্যবহার।

নভেম্বর ১৯২৫৪৩, স্বাস্থ্য

Comments

Popular posts from this blog

দূর অস্ত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন

বর্জ্য জল থেকে জ্বালানি, সেচ, সার…

দেশে ৪১০টি পকসো কোর্ট