অপুষ্ট ভবিষ্যৎ

ইউনিসেফ তার স্টেট অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ২০১৮ রিপোর্টে জানিয়েছে, ২০১৮ সালে ভারতে পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর সংখ্যা ৮ লক্ষ ৮২ হাজার, যা বিশ্বে সব থেকে বেশি। শিশু মৃত্যুতে  দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নাইজেরিয়া এবং পাকিস্তান।

স্টেট অফ দ্য ওয়ার্ল্ড চিলড্রেনস ২০১৮ প্রতিবেদনে আরো বলা হয়েছে, অপুষ্ট শিশুদের সংখ্যা খুবই উদ্বেগজনকভাবে বাড়ছে ভারতে। বলা হয়েছে, পাঁচ বছরের কম বসী শিশুদের ৬৯ শতাংশের মৃত্যুর কারণ অপুষ্টি। ইউনিসেফের বক্তব্য, দেশে পাঁচ বছরের কম বসী প্রতিটি দ্বিতী শিশু কোনো না কোনো পুষ্টিহীনতা আক্রান্ত হ। ভারতে মাত্র ২১ শতাংশই শিশুই যথাযথ এবং বৈচিত্রময় খাবার পায়।
নভেম্বর ১৯২৫৪২, শিশু, পুষ্টি  

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন