অপুষ্ট ভবিষ্যৎ
ইউনিসেফ তার স্টেট অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ২০১৮ রিপোর্টে
জানিয়েছে, ২০১৮ সালে ভারতে পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর সংখ্যা ৮ লক্ষ ৮২
হাজার, যা বিশ্বে সব থেকে বেশি। শিশু মৃত্যুতে
দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নাইজেরিয়া এবং পাকিস্তান।
স্টেট অফ দ্য ওয়ার্ল্ড
চিলড্রেনস ২০১৮ প্রতিবেদনে আরো বলা হয়েছে, অপুষ্ট শিশুদের সংখ্যা খুবই উদ্বেগজনকভাবে
বাড়ছে ভারতে। বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী
শিশুদের ৬৯ শতাংশের মৃত্যুর কারণ অপুষ্টি। ইউনিসেফের বক্তব্য, দেশে পাঁচ বছরের কম
বয়সী প্রতিটি দ্বিতীয়
শিশু কোনো না কোনো পুষ্টিহীনতায় আক্রান্ত হয়। ভারতে মাত্র ২১ শতাংশই শিশুই যথাযথ এবং বৈচিত্রময়
খাবার পায়।
নভেম্বর
১৯২৫৪২, শিশু, পুষ্টি
Comments
Post a Comment