সতর্কবার্তা

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি দ্রুত জলবায়ু বদল রোধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া যায় তবে ২০৫০ সালের মধ্যে কৃষির উৎপাদন কমে যাবে ৩০ শতাংশ। জলবায়ু বদলে হিমবাহ গলছে। সমুদ্রের জলতল স্ফীত হচ্ছে। উপকূল এলাকায় ঘন ঘন বন্যা, সাইক্লোন দেখা দিচ্ছে। যার ফলে চাষবাসেরও ক্ষতি হচ্ছে। এছাড়া জলবায়ু বদলের ফলে দেখা দিচ্ছে খরা, অনিয়মিত এবং খাপছাড়া বৃষ্টি। এসবই কৃষি উৎপাদনে বাধা দিচ্ছে।
তাঁদের মতে, তাপমাত্রা প্রতিটি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য, গম এবং ধানের ফলন যথাক্রমে ৬ শতাংশ এবং ৩.২ শতাংশ হ্রাস পাবে। প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস (পিএনএএস)-এ প্রকাশিত একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। শুধু এই জার্নালেই নয়, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)’র সাম্প্রতিক এক প্রতিবেদন ভারত সহ খরার কবলে পড়া দেশগুলিতে অপুষ্ট মানুষের সংখ্যা গত ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে ৪৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছিল।
নভেম্বর ১৯২৫৪১, কৃষি, জলবায়ু বদল 

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন