আ হার !
রাষ্ট্রসংঘের
মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) -র সবগুলি অর্জনের জন্য খাদ্য ব্যবস্থায় পরিবর্তন
সাধন গুরুত্বর্পূণ। ১৬ অক্টোবর বিশ্ব
খাদ্য দিবস উপলক্ষ্য তিনি একথা বলেন। রাষ্ট্রসংঘের সমীক্ষা অনুযায়ী, বিশ্বে এখন ৮২
কোটি মানুষের দুবেলা খাবার জোটে না। এরপরে
আবার প্রতিদিন জলবায়ু বদলের ঝুঁকি বাড়ছে। যার জন্যও খাদ্য নিরাপত্তা আজ প্রশ্নের
মুখে। ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার আহ্বান জানানোর লক্ষ্যে প্রতি বছর বিশ্ব খাদ্য
দিবস পালিত হয়। একদিকে খাবারের অভাব আর অন্য দিকে পুরুষ, মহিলা, শিশু, বয়স্ক
নির্বিশেষে ২০০ কোটি মানুষ হাবিজাবি খাবার খেয়ে ক্রমশ মোটা হচ্ছে। অস্বাস্থ্যকর
খাদ্যগ্রহণও জলবায়ু বদলের জন্য দায়ী।
Comments
Post a Comment