কোলা হল

আবারও বিশ্বে প্লাস্টিক বর্জ্য সৃষ্টিকারী ব্র্যান্ডের তালিকার শীর্ষে উঠে এসেছে কোকাকোলা। সারা বিশ্বে দূষণ নিয়ে সক্রিয় সংগঠন ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক-এর নিরীক্ষায়, টানা দ্বিতীয়বারও শীর্ষস্থানে রয়েছে কোকাকোলা। এই নিরীক্ষা অনুযায়ী, কোকাকোলা ছাড়া প্লাস্টিক বর্জ্য উৎপাদন তালিকার ওপরের দিকে থাকা ব্র্যান্ড হল নেসলে, পেপসিকো, মন্দেলেজ ইন্টারন্যাশনাল, বিভিন্ন চটজলদি খাদ্য ও পানীয়ের ব্র্যান্ড যেমন- অরিও, রিটজ, নাবিস্কো, নাটার বাটার আর ইউনিলিভার ইত্যাদি। তবে নিরীক্ষার জন্য সংগৃহীত অর্ধেকেরও বেশি প্লাস্টিকে নাম, লোগো ইত্যাদি উঠে যাওয়ায় সেগুলি কোন কোম্পানির তা বোঝা যায়নি।

নভেম্বর ১৯২৫৪৪, প্লাস্টিক, কর্পোরেট  

Comments

Popular posts from this blog

রাজ্যে ভূ-জল কমছে

জিন ফসলঃ সরষের পর আবার বেগুন

ফসলে দাম নেই