উষ্ণতম জুলাই
 
     চলতি  বছরের  জুন  মাস  ছিলো  উষ্ণতম ।  সেই  রেকর্ড  ভেঙে  দিল  জুলাই। বিশ্ব  আবহাওয়া  সংস্থা , ওয়ার্ল্ড  মিটিয়রলজিক্যাল  অর্গানাইজেশন  বলছে , অন্যান্য  বছরের  বিশ্বের  গড়  তাপমাত্রার  থেকে , চলতি  বছরের  জুলাই  মাসের  তাপমাত্রা  ছিল  ০ . ৯৫  ডিগ্রি  সেলসিয়াস  বেশি ।  জেনেভায়  সংস্থার  মুখপাত্র  ক্লেয়ার  নালিস  সাংবাদিকদের  বলেন,  অতীতে  জুন  মাসের  সর্ব্বোচ্চ  তাপমাত্রার  রেকর্ড  ছিল  ২০১৬  সালে ।  এবছর  জুন  তাকে  ছাড়িয়ে  গিয়েছিল ।  তবে  ২০১৯ - এর  জুলাই  সবাইকে  টেক্কা  দিয়ে  দিল ।    অগস্ট ১৯২৫২১ জলবায়ু বদল   
 
 
 
 
 
 
