ক্ষুধার্ত বাড়ছে
প্রায় এক দশক ধরে অগ্রগতির
পর গত ৩ বছরে ক্ষুধার
শিকার মানুষের
সংখ্যা
আবারও ধীরে ধীরে বাড়ছে। সম্প্রতি রাষ্ট্রসংঘের
প্রকাশিত, খাদ্য নিরাপত্তা
ও পুষ্টি
পরিস্থিতি
প্রতিবেদন
২০১৯-এ এসব তথ্য দেওয়া হয়। গত ১৫ জুলাই প্রকাশিত
এই প্রতিবেদনে
বলায় হয় যে, বিশ্বে
এখন প্রতি নয়জনে একজন – অর্থাৎ
৮২ কোটি মানুষ ক্ষুধার
শিকার। নিউইয়র্কে টেকসই উন্নয়ন
বিষয়ে অনুষ্ঠিত
উচ্চ-পর্যায়ের
রাজনৈতিক
ফোরামের
পাশাপাশি
এক অনুষ্ঠানে
প্রকাশিত
এই প্রতিবেদনে
অঞ্চলভিত্তিক
পরিস্থিতির
চিত্র তুলে ধরা হয়। রাষ্ট্রসংঘের প্রতিবেদনে আরো দেখা গেছে, যেসব দেশে ক্ষুধার্তের
সংখ্যা
বাড়ছে সেসব দেশে আয় বৈষম্যও
বাড়ছে। পাশাপাশি, স্কুলগামী শিশু ও প্রাপ্তবয়স্কদের
সব অঞ্চলেই
অতিরিক্ত
ওজন এবং মোটা হওয়ার প্রবণতাও
বাড়ছে।
অগস্ট
১৯২৫২০ খাদ্য, দারিদ্র
Comments
Post a Comment