খবর গরম


জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার গতিপ্রকৃতিরও বদল হচ্ছে।  শীতের দেশেও অনেক সময় নাভিশ্বাস উঠে যাচ্ছে গরমে। পৃথিবীর অতি গরমের ১০টি দেশের তালিকা করেছে স্কাইমেট ওয়েদার সংস্থা। আফ্রিকার সুদান, আলজেরিয়া, ইথিওপিয়া এবং লিবিয়া রয়েছে এই তালিকায়। আর এশিয়ার রয়েছে ওমান, ইরাক, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব এছাড়া উত্তর আমেরিকার মেক্সিকোও আছে এই তালিকায় তবে এর মধ্যে মালয়েশিয়ায় গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা এই তালিকায় থাকা অন্য দেশগুলির থেকে কম। অন্যদিকে ইথিওপিয়ায় কয়েকটি জায়গায় তাপমাত্রা ৬৩ ডিগ্রি সেলসিয়াস অবধি ওঠেএখানে থাকা বেশিরভাগ দেশগুলিতে আকছারই ৫০ ডিগ্রির ওপর তাপমাত্রা হয়এবছর ১৯ মে, ভারতের রাজস্থানের চুরুতে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। তবে লেহ, লাদাখ অঞ্চলে শীতে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিও হয়।
অগস্ট ১৯২৫১৪ জলবায়ু বদল, পরিবেশ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ