উষ্ণতম জুলাই
চলতি বছরের জুন মাস ছিলো উষ্ণতম। সেই রেকর্ড
ভেঙে দিল জুলাই। বিশ্ব
আবহাওয়া
সংস্থা, ওয়ার্ল্ড
মিটিয়রলজিক্যাল
অর্গানাইজেশন
বলছে, অন্যান্য
বছরের বিশ্বের
গড় তাপমাত্রার
থেকে, চলতি বছরের জুলাই মাসের তাপমাত্রা
ছিল ০.৯৫ ডিগ্রি
সেলসিয়াস
বেশি। জেনেভায় সংস্থার মুখপাত্র
ক্লেয়ার
নালিস সাংবাদিকদের
বলেন, অতীতে জুন মাসের সর্ব্বোচ্চ
তাপমাত্রার
রেকর্ড
ছিল ২০১৬ সালে। এবছর জুন তাকে ছাড়িয়ে
গিয়েছিল। তবে ২০১৯-এর জুলাই সবাইকে
টেক্কা
দিয়ে দিল।
অগস্ট
১৯২৫২১ জলবায়ু বদল
Comments
Post a Comment