প্র তাপ !
বিশ্ব উষ্ণায়ন
খুবই বিপজ্জনক
তবে তা কিন্তু
এড়ানো সম্ভব। জলবায়ু বদল নিয়ে আসন্ন শীর্ষসম্মেলনের
বিষয়ে গত ১ অগস্ট, রাষ্ট্রসংঘের
সদর দপ্তরে
এক সংবাদ সম্মেলনে
একথা বলেন মহাসচিব
অ্যান্টোনিও
গুতেরেস। ‘গ্রীষ্মকালে সবসময়েই
গরম পড়ে, কিন্তু
এখনকার
গ্রীষ্মকাল
আমাদের
যৌবনের
গ্রীষ্মকাল
নয়। এখন জলবায়ু পরিবর্তনজনিত
একটি জরুরি অবস্থা
তৈরি হয়েছে।‘
তিনি বলেন, বিশ্ব আবহাওয়া
সংস্থা, ওর্য়াল্ড মিটিয়রলজিক্যাল অর্গানাইজেশন,
নয়াদিল্লি
থেকে সুমেরু
অঞ্চলের
তাপমাত্রার
রেকর্ডভঙ্গের
তথ্য দিয়ে দেখিয়েছে
যে, চলতি বছরের
জুলাই ইতিহাসের
সবচেয়ে
উষ্ণতম। গুতেরেস
বলেন, ‘উল্লেখযোগ্য
হল, এর আগে উষ্ণতম
মাসের রেকর্ডটি
ছিল ২০১৬‘র জুনের, যখন সবচেয়ে
শক্তিশালী
এল নিনো চলছিল।
মহাসচিব বলেন যে, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে এবং সুসংবাদ হচ্ছে বিশ্বজুড়ে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিকরা এই সংকট মোকাবেলায় সংগঠিত হচ্ছেন। আর আমাদের কাছে এর মোকাবিলার নানা প্রযুক্তিও রয়েছে। এখন জীবাশ্ম জ্বালানির থেকে কম খরচে ফের ব্যবহারযোগ্য জ্বালানি পাওয়া যাচ্ছে।
মহাসচিব বলেন যে, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে এবং সুসংবাদ হচ্ছে বিশ্বজুড়ে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিকরা এই সংকট মোকাবেলায় সংগঠিত হচ্ছেন। আর আমাদের কাছে এর মোকাবিলার নানা প্রযুক্তিও রয়েছে। এখন জীবাশ্ম জ্বালানির থেকে কম খরচে ফের ব্যবহারযোগ্য জ্বালানি পাওয়া যাচ্ছে।
অগস্ট
১৯২৫১৯ জলবায়ু বদল
Comments
Post a Comment