খাদ্য স্বয়ম্ভরতা কিছু তথ্য কিছু প্রশ্ন
খাদ্য স্বয়ম্ভরতার হাল হকিকত নিয়ে লিখছেন সুব্রত কুণ্ডু খাদ্য স্বয়ম্ভরতার ইতিহাস খাদ্য স্বয়ম্ভরতার ধারণাটি ১৯৯০-এর দশকে সবুজ বিপ্লব এবং বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তনের বিরুদ্ধে, সারা বিশ্বের গ্রামীণ সামাজিক আন্দোলনের মাধ্যমে শুরু হয়। কৃষি শিল্পের পরিবেশগত প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে, ছোট চাষিদের সংগঠন এজন্য একত্রিত হয় এবং খাদ্য স্বয়ম্ভরতার আন্দোলন শুরু করে। এরপরে গত ৩০ বছরে খাদ্য স্বয়ম্ভরতার ধারণা এবং এর সাথে সম্পর্কিত সুস্থায়ী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রকৃতিগত বক্তব্যের সঙ্গে সহমত হয়ে, অনেক চাষি, জেলে, বনবাসি, খাদ্য উৎপাদনে যুক্ত শ্রমিক, ভোক্তা, শিক্ষাবিদ এবং খাদ্য ব্যবস্থা নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থা এই আন্দোলনে একত্রিত হয়। খাদ্য স্বয়ম্ভরতার সংজ্ঞা খাদ্য স্বয়ম্ভরতার আন্দোলনের পরিসর বৃদ্ধির সঙ্গে এর সংজ্ঞাও ক্রমশ বিকশিত হয়েছে। সাধারণভাবে বলা যায়, খাদ্য স্বয়ম্ভরতা হল, স্থানীয়, পরিবেশমুখী এবং টেকসই পদ্ধতির মাধ্যমে উত্পাদিত স্বাস্থ্যকর এবং সাংস্কৃতিকভাবে উপযুক্ত খাদ্যের অধিকার এবং স্থানীয় মানুষজনের নিজস্ব খাদ্য ও কৃষি ব্যবস্থা রূপায়িত করার অধিকার। খাদ্য স্বয়