দেশে বর্জ্য উৎপাদন

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ২০২১-২২-এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রতিদিন গড়ে ১৭০,৩৩৮ টন কঠিন বর্জ্য তৈরি হয়। এর মধ্যে চিকিত্সা বর্জ্য তৈরি হয় ৯১,৫১২ টন। কঠিন বর্জ্য হিসেবে যেসব সামগ্রী সব থেকে বেশি উৎপন্ন হয় সেগুলি হল, প্লাস্টিক প্যাকেজিং, ব্যাটারি, ইলেকট্রনিক সামগ্রী, টায়ার ইত্যাদি। পরিবেশ মন্ত্রক থেকে এর আগে রাজ্যসভায় জানানো হয়েছিল যে, দেশে ২০১৬-১৭-এর তুলনায় ২০২১-২২ সালে ই-বর্জ্যের পুনর্ব্যবহার ২২.৫৯গুণ বেড়েছিল।

ফেব্রুয়ারি - ২৪, ২৯-৫৪, দূষণ, পরিবেশ 

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন