ভূজলে বিষ

২৫টি রাজ্যে ভূজলে আর্সেনিক আর ২৭টি রাজ্যে ফ্লোরাইড পাওয়া গেছে


২০ ডিসেম্বর, ২০২৩-এ জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের প্রধান বেঞ্চের একটি আদেশে ভূজলে আর্সেনিক এবং ফ্লোরাইডের মতো বিষাক্ত উপাদানগুলির অবস্থা জানতে ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ জারি করেছিল। তার ফলস্বরূপ ২৫টি রাজ্যে ভূজলে আর্সেনিক আর ২৭টি রাজ্যে ফ্লোরাইড পাওয়া গেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফ থেকে এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এই তথ্য লিখিতভাবে জানানো হয়েছে। ভারতীয় মানক ব্যুরো নির্ধারিত পানীয় জলের মানের তুলনায় ভূজলের বর্তমান মানের রাজ্যভিত্তিক মূল্যায়ন করা হয়েছে বলে মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে।

ফেব্রুয়ারি - ২৪, ২৯-৫১, ভূজল দুষণ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ