হাতি ও মানুষে দ্বন্দ্ব
রাজ্যগুলি থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০২২-২৩ সালে মানুষ হাতির সংঘর্ষে দেশে মোট ৬০৫ জন মানুষ মারা গেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফ থেকে এক প্রশ্নের উত্তরে, রাজ্যসভায় এই তথ্য লিখিতভাবে জানানো হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি, মোট ১৪৮ জন মানুষ মারা গেছে নাগাল্যান্ডে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে ২০২২-২৩ সালে মারা গেছেন ৯৭ জন। হাতির সঙ্গে সংঘর্ষে ঝাড়খণ্ডে ৯৬ জন মানুষ মারা গেছে।
ফেব্রুয়ারি - ২৪, ২৯-৫৩, মানুষ পশু দ্বন্দ্ব
Comments
Post a Comment