ফসলের দাম

সরকারি তথ্য বলছে চাষিদের মোট ১৮.৫ লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের ২১ ফেব্রুয়ারি বলেছেন, বিক্ষোভকারী চাষিদের মূল দাবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে একটি আইন আনতে, কেন্দ্রের সারা দিনব্যাপী সংসদ অধিবেশন ডাকা উচিত। তিনি কেন্দ্রকে কৃষি ঋণ মকুব সহ চাষিদের অন্যান্য প্রধান দাবিগুলি মেনে নিতেও বলেছেন।

‘দিল্লি চলো’ আন্দোলনে অংশ নেওয়া কৃষক নেতারা পাঁচ বছরের জন্য সরকারি সংস্থাগুলির মাধ্যমে এমএসপিতে ডাল, ভুট্টা এবং তুলা সংগ্রহের জন্য, সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এই ব্যবস্থা চাষিদের পক্ষে নয়। রবিবার কৃষক নেতাদের সাথে চতুর্থ রাউন্ডের আলোচনায়, তিন কেন্দ্রীয় মন্ত্রীর একটি প্যানেল প্রস্তাব করেছিল, সরকারি সংস্থাগুলি চাষিদের সঙ্গে চুক্তিবদ্ধ হবে, এবং পাঁচ বছরের জন্য এমএসপিতে ডাল, ভুট্টা এবং তুলা কিনবে। পান্ধের আরো বলেন, আমরা সব বিরোধী দলগুলির কাছে বলছি, সরকার যদি এম এস পি নিয়ে কোনো আইন আনে, তবে তারা যেন আইনটির পক্ষে ভোট দেয়। কারণ শিরোমণি অকালি দল বা কংগ্রেস ছাড়া আর কোনো দল এ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেনি। তিনি বলেন, চাষদের তিনটি বড় দাবি রয়েছে হল, সমস্ত ফসলের জন্য এমএসপি’র আইনি গ্যারান্টি, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ‘সি ২ প্লাস ৫০ শতাংশ’ ফর্মুলা বাস্তবায়ন এবং ঋণ মকুব। সরকারি তথ্য বলছে চাষিদের মোট ১৮.৫ লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে।

ফেব্রুয়ারি - ২৪, ২৯-৪৯, কৃষি, অর্থনীতি 

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন