চাষির দ্বিগুণ আয়

২০১৮-১৯ কৃষিবর্ষে  গড়ে প্রতি চাষি আয় করেছে ১০ হাজার ২১৮ টাকা

পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক (এমওএসপিআই)-এর জাতীয় নমুনা সর্বেক্ষণ দপ্তর (এমএসএসও) কৃষি নির্ভর পরিবারগুলিতে ২০১৯-এর জানুয়ারি মাস থেকে এ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত একটি পরিস্থিতি নির্ণায়ক সমীক্ষা চালায়। এর আগে ২০১৩’র জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ ধরনের সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষার ফলাফল অনুযায়ী ২০১২-১৩ কৃষি বর্ষে চাষিদের গড় আয় ছিল ৬ হাজার ৪২৬ টাকা। ২০১৮-১৯ কৃষিবর্ষে তা বেড়ে হয়েছে ১০ হাজার ২১৮ টাকা।

কৃষিক্ষেত্রে বিগত ৫ বছরে গড় বার্ষিক উন্নয়ন হার ৪ শতাংশের বেশি। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এই সব তথ্য সম্বলিত একটি বই প্রকাশ করেছে। এছাড়া বইটিতে যে সব চাষিদের আয় অন্তত দ্বিগুণের বেশি হয়েছে এমন ৭৫০০০ চাষির সাফল্যের কাহিনী রয়েছে। কৃষি মন্ত্রী অর্জুন মুন্ডা ৬ ফেব্রুয়ারি লোকসভায় এ তথ্য জানিয়েছিলেন।

তবে মুশকিল হল, বছরে ১০ হাজার ২৮১ টাকা দিয়ে সংসার চালানো। তাই দলে দলে চাষি, চাষ ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছে। দক্ষ চাষি থেকে তারা অদক্ষ মজুরে পরিণত হচ্ছে। চাষ ব্যবস্থাও ক্রমশ দূর্বল হয়ে পড়ছে।

ফেব্রুয়ারি - ২৪, ২৯-৫০, কৃষি, অর্থনীতি 

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ