এনজিও: কমছে বিদেশি অনুদান
২০১৯ থেকে ২ ০২২ সালের ম ধ্যে তিনটি আর্থিক বছরে দেশে ১ ৩ , ৫৫০টিরও বেশি এনজিও ৫ ৫ , ৫ ০০ কোটি টাকারও বেশি অন ুদান পেয়েছে মঙ্গলবার , ১ ৯ - ১২ - ২৩ এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় এই তথ্য পেশ করেন । তিনি আরো বলেন , "মোট ১ ৩ , ৫২০টি অ্যাসোসিয়েশন বা এনজিও গত তিন আর্থিক বছরে অর্থাৎ ২ ০১৯ - ২ ০ থ েকে ২ ০ ২ ১ - ২ ২ পর্যন্ত মোট ৫ ৫৭৪১ . ৫ ১ কোটি টাকা বিদে শ ি অন ুদান পেয়েছে"। অন্যদিকে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে পি আই বি প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে , ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে তিনটি আর্থিক বছরে মোট ৫৮১১৩ . ৫১ কোটি টাকা সামাজিক কাজের জন্য , বিভিন্ন সংস্থা বিদেশি অনুদান পেয়েছিল । ২০১৬ - ১৭ সালে এর পরিমাণ ছিল ১৮৩৩৭ . ৬৬ কোটি , ২০১৭ - ১৮ তে ১৯৭৬৪ . ৬৪ কোটি আর ২০১৮ - ১৯ সালে ২০০১১ . ২১ কোটি টাকা । এই হিসেবে দেখা যাচ্ছে , এই তিন অর্থ বছরে বিদেশি অনুদান ক্রমশ বেড়েছে । মনে রাখা দরকার , ২০২০ থেকে ২০২৩ এর দীর্ঘ সময় অতিমারিতে কেটেছিল । সেই সময়ে বিভিন্ন ত্রাণের কাজে