এনজিও: কমছে বিদেশি অনুদান

২০১৯ থেকে ০২২ সালের ধ্যে তিনটি আর্থিক বছরে দেশে ,৫৫০টিরও বেশি এনজিও ,০০ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে মঙ্গলবার-১২-২৩ এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় এই তথ্য পেশ করেন তিনি আরো বলেন, "মোট ,৫২০টি অ্যাসোসিয়েশন বা এনজিও গত তিন আর্থিক বছরে অর্থাৎ ০১৯- েকে -২ পর্যন্ত মোট ৫৭৪১.১ কোটি টাকা বিদেি অনুদান পেয়েছে"।

অন্যদিকে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে পি আই বি প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে তিনটি আর্থিক বছরে মোট ৫৮১১৩.৫১ কোটি টাকা সামাজিক কাজের জন্য, বিভিন্ন সংস্থা বিদেশি অনুদান পেয়েছিল ২০১৬-১৭ সালে এর পরিমাণ ছিল ১৮৩৩৭.৬৬ কোটি, ২০১৭-১৮ তে ১৯৭৬৪.৬৪ কোটি আর ২০১৮-১৯ সালে ২০০১১.২১ কোটি টাকা 

এই হিসেবে দেখা যাচ্ছে, এই তিন অর্থ বছরে বিদেশি অনুদান ক্রমশ বেড়েছে

মনে রাখা দরকার, ২০২০ থেকে ২০২৩ এর দীর্ঘ সময় অতিমারিতে কেটেছিল সেই সময়ে বিভিন্ন ত্রাণের কাজে প্রচুর বিদেশি অনুদান পেয়েছিল এনজিওগুলি তবুও এই এই তিন বছরে প্রাপ্ত অনুদানের থেকে আগের তিন বছরের টাকা অনেকই বেশিএটা একটা আশঙ্কার বিষয় অবশ্যই

সুব্রত কুন্ডু

২৩১২২৩

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন