Posts

Showing posts from March, 2022

রাজ্যে সামাজিক সুরক্ষার নয়া প্রকল্প

Image
সামাজিক সুরক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে  রাজ্য সরকারের নয়া প্রকল্প পশ্চিমবঙ্গের দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষজন যাতে আরো বেশি করে সামাজিক সুরক্ষামূলক পরিষেবাগুলির পেতে পারে সেজন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং বিশ্বব্যাঙ্কের মধ্যে ১২৫ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকন্সট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট বা আইবিআরডি এই ঋণ দেবে। পশ্চিমবঙ্গ সরকার সামাজিক সহায়তা, বিভিন্ন পরিষেবা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪০০ টিরও বেশি কর্মসূচি চালায়। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং স্টেট ক্যাপাবিলিটি ফর ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রজেক্ট’ নামে নতুন এই প্রকল্প রাজ্যস্তরে এই পরিষেবাগুলি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মহিলা, তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষজন, প্রবীণ ব্যক্তি এবং রাজ্যের দুর্যোগপ্রবণ উপকূল অঞ্চলের বাসিন্দারা যাতে এইসব পরিষেবার সুযোগ সুবিধা পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে এই প্রকল্পে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বলেছে, ‘কোভিড-১৯ অতিমারির সময়ে সবার জন্য সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা বোঝা গেছে। সে কথা মাথায় রেখে এই প্রকল্পটি দরিদ্র ও দুর্বল গোষ্ঠীগুল

পটল খান সুস্থ থাকুন

Image
ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ পটল অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি শুধু স্বাদ নয়, ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ পটল অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি। পটল ওজন কমাতে সাহায্য করে। সেই সঙ্গে ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতাও কমায়। পটলের প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে পারে। এ কারণে নিয়মিত এই সবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। পটলে বেশ ভালো পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়। ভিটামিন-সি একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঋতু বদলের সময়ে হওয়া সর্দি-জ্বর প্রতিরোধ করতেও কাজে আসতে পারে পটল। লিভারের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্যও পটল বেশ উপকারী। পটলে যে আঁশ পাওয়া যায়, তা হজম হতে অনেক সময় লাগে। ফলে খিদে পায় না। আবার একশো গ্রাম পটলে মাত্র ২০ ক্যালরি শক্তি পাওয়া যায় । এসবের জন্য পটল খেলে ওজন বাড়ে না। পটল রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে ও ভালো কোলেস্টেরল বা এইচডিএল বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে হৃৎপিণ্ড ভাল থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে। পটল ও পটলের বীজ ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। পটলে ফ্ল্যাভিনয়েড জাতীয় উপাদান, কপার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। এই উপাদানগু

জল শুষে নিচ্ছে কোক পেপসি

Image
কোক পেপসির জন্য শেষ হচ্ছে ভূজল   অনুমতি ছাড়াই ভূজল ব্যবহার এবং এই জল রিচার্জ বা প্রতিস্থাপন না করার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) কোকাকোলা এবং পেপসির বোতল ভরার কারখানা উপর ২৪.৮২ কোটি টাকা জরিমানা ধার্য্য করেছে। গ্রেটার নয়ডা-ভিত্তিক কোম্পানিগুলির মধ্যে রয়েছে মেসার্স মুন বেভারেজ লিমিটেডের দুটি প্ল্যান্ট (একটি গ্রেটার নয়ডায় এবং অন্যটি গাজিয়াবাদে রয়েছে), যেটি কোকাকোলার জন্য এবং বরুণ বেভারেজ লিমিটেড পেপসিকোর জন্য কাজ করে৷ সুশীল ভাট বনাম মুন বেভারেজ লিমিটেড মামলার শুনানির সময় বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বে একটি বেঞ্চ ২৫ ফেব্রুয়ারি এই আদেশ দেন। মার্চ - ২২, ২৭- ৫৭, জল, ব্যবসা

দূষণে মৃত্যু নবজাতকের

Image
গর্ভাবস্থায় দূষণের আণুবিক্ষিক কণার জন্য নবজাতকের  ওজন কম হতে পারে, এর জন্য জন্মের পরেই মারা যেতে পারে শিশু বায়ু দূষণ ভারতে শিশুমৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। গর্ভাবস্থায় দূষণের আণুবিক্ষিক কণার জন্য নবজাতকের ওজন কম হতে পারে, যার কারণে তারা জন্মের পরেই মারা যেতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক গবেষকরা বলছেন, ভারতে শিশুমৃত্যুর হার বাড়াতে বাতাসের এই কণা দায়ী। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার শেষ পর্যায়ে শিশুরা এই কণার সংস্পর্শে আসে। গবেষকদের মতে, দূষিত এই কণাগুলি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গর্ভবতী মহিলাদের ফুসফুসে প্রবেশ করে, যা শারীরিক চাপ স্ট্রেস সৃষ্টি করে। শুধু তাই নয়, এটি হরমোনের মাত্রাকেও প্রভাবিত করে, যা ভ্রূণের বিকাশকে প্রভাবিত করে। এ কারণে নবজাতকের জন্মগত ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড সেন্টার ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এবং দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা যৌথভাবে এই গবেষণাটি করেছেন। সায়েন্স অব টোটাল এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৬৪০টি জেলার পাঁচ বছরের কম বয়সী আড়াই লক্ষ শিশুকে নিয়ে এই গবেষণা করা হয়

বিষের সাগর

Image
বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথ ধরে হয়।  এই পরিবহন  গ্রিনহাউস গ্যাস ও কার্বন নির্গমনের প্রায় তিন শতাংশের জন্য দায়ী জলবায়ু বদল, জীববৈচিত্র্যের ক্ষতি এবং বিভিন্ন দূষণের কারণে পৃথিবী গত শতাব্দীর থেকে তিনগুণ বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ান ওশান কনফারেন্স-এ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একথা বলেন। তিনি আরো বলেন, এই সঙ্কটের বেশিরভাগ বোঝাই মহাসাগর বহন করছে। মহাসাগরগুলি প্রচুর পরিমাণে কার্বন এবং তাপমাত্রা শোষণ করে। এজন্য মহাসাগরগুলিও এখন আগের থেকে অনেকটাই উষ্ণ। এই উষ্ণতার কারণে মহাসাগরের অম্লতা বাড়ছে। ফলে তাদের আভ্যন্তরীণ পরিবেশের ক্ষতি হচ্ছে। মহাসচিব বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথ ধরে হয়। এই পরিবহন গ্রিনহাউস গ্যাস ও কার্বন নির্গমনের প্রায় তিন শতাংশের জন্য দায়ী। লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমনের হার ৪৫ শতাংশ কমানো এবং ২০৫০ সালের মধ্যে এই নির্গমন শূন্যে নিয়ে আসার জন্য এই পরিবহন ব্যবস্থাকে উদ্যোগ নিতে হবে। এছাড়া উপকূলের বাসিন্দা, যাদের বাসস্থান এবং জীবিকা ঝুঁকির মুখে তাদের বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়াও জরুরি। ব

নীল অর্থনীতি

Image
নতুন ভারত গঠনে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গীর  একটি দিক হ’ল নীল অর্থনীতি তৈরি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে নতুন ভারত গঠনে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গীর একটি দিক হ’ল নীল অর্থনীতি তৈরি। তিনি জানান, গভীর মহাসাগর মিশনের আওতায় ২০২১-২২ সালের মধ্যে ১৫০ কোটি টাকার নীল অর্থনীতি গড়ে তোলার সুযোগ রয়েছে। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে শ্রী সিং জানান, এই নীল অর্থনীতি সংক্রান্ত একটি খসড়া নথি তৈরি করেছে ভূ-বিজ্ঞান মন্ত্রক। কার্যকরি গোষ্ঠীর বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করেই এই নীতি তৈরি করা হয়েছে। মন্ত্রী বলেন, নীল অর্থনীতি ও সমুদ্র-ভিত্তিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য জাতীয় অ্যাকাউন্টিং পরিকাঠামো, উপকূলীয় সামুদ্রিক স্থান-ভিত্তিক পরিকল্পনা ও পর্যটন, সামুদ্রিক মৎস্যচাষ ও জলজ উদ্ভিদ পালন ও মৎস্য প্রক্রিয়াকরণ, উৎপাদন, নতুন শিল্প, বাণিজ্য, প্রযুক্তি, পরিষেবা ও দক্ষতা উন্নয়ন, পণ্য পরিবহণ, পরিকাঠামো, উপকূলীয় ও গভীর সমুদ্রে খননকাজ চালানো এবং নিরাপত্তা, কৌশলগত দিক ও আন্তর্জাতিক চুক্তি ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এই নীল অর্থনীতির বিকাশের সম্ভাবন

ঘরের গাছ কমায় দূষণ

Image
ঘরের মধ্যে রাখা গাছপালা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে ঘরের মধ্যে রাখা গাছপালা পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে, পাশাপাশি ইতিবাচক শক্তি দেয়। সম্প্রতি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি (আরএইচএস) এর সহযোগিতায় করা এই গবেষণাটি দেখিয়েছে যে, ঘরে থাকা উদ্ভিদ নাইট্রোজেন ডাই অক্সাইড মাত্রা ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। এই গবেষণাটির রিপোর্ট এয়ার কোয়ালিটি অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে। সাধারণত ব্রিটেনের বাড়িতে থাকা, পিস লিলি, ড্রাকেনা ফ্রেগ্রেন্স এবং ফার্ন অ্যারাম নামের উদ্ভিদ্গুলি নিয়ে এই গবেষণা করা হয়। বিজ্ঞানীরা এই গাছগুলির প্রতিটিকে একটি পরীক্ষার চেম্বারে রেখেছিলেন যার পরিবেশ একটি ব্যস্ত রাস্তার পাশের অফিসের মতো ছিল। গবেষকরা দেখেছেন, এই উদ্ভিদগুলির সবকটিই ঘরে থাকা নাইট্রোজেন ডাই অক্সাইডের প্রায় অর্ধেক কমাতে সক্ষম হয়েছিল। মার্চ - ২২, ২৭- ৫৩, পরিবেশ, সংরক্ষণ

প্রাকৃতিক হিমাচল

Image
হিমাচল প্রদেশ সরকার  ১০০টি গ্রামকে  প্রাকৃতিক চাষের গ্রাম হিসেবে গড়ে তুলবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চাষিদের আয় বাড়ানোর জন্য হিমাচল সরকার প্রাকৃতিক চাষের প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যটিকে একটি প্রাকৃতিক চাষের রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, সাধারণ বাজেটে পরিবেশ বান্ধব এই চাষে অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক চাষের প্রচারের জন্য ১৫০০ কোটি টাকা সারা দেশের জন্য বরাদ্দ করেছে। এর সুযোগ নিতে হিমাচল সরকার সব পঞ্চায়েতে একটি মডেল স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। শুধু তাই নয়, বাজেটে রাজ্যের ১০০টি গ্রামকে প্রাকৃতিক চাষের গ্রাম হিসেবে গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়েছে। বাজেটে আরো বলা হয়েছে, রাজ্যের ৫০ হাজার প্রাকৃতিক চাষিকে বিনামূল্যে সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া একটি অনলাইন পোর্টাল তৈরি করা হবে যাতে প্রাকৃতিক চাষিদের এবং তাঁদের চাষ সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া থাকবে তাদের ব্যবসা বাড়ানোর জন্য। এরসঙ্গে প্রাকৃতিক চাষে উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য দিল্লি সহ রাজ্য জুড়ে ১০টি বিপণি স্থাপন করা হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষায় প্রাকৃতিক কৃষি বিষয়ে গ