রাজ্যে সামাজিক সুরক্ষার নয়া প্রকল্প
সামাজিক সুরক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের নয়া প্রকল্প পশ্চিমবঙ্গের দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষজন যাতে আরো বেশি করে সামাজিক সুরক্ষামূলক পরিষেবাগুলির পেতে পারে সেজন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং বিশ্বব্যাঙ্কের মধ্যে ১২৫ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকন্সট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট বা আইবিআরডি এই ঋণ দেবে। পশ্চিমবঙ্গ সরকার সামাজিক সহায়তা, বিভিন্ন পরিষেবা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪০০ টিরও বেশি কর্মসূচি চালায়। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং স্টেট ক্যাপাবিলিটি ফর ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রজেক্ট’ নামে নতুন এই প্রকল্প রাজ্যস্তরে এই পরিষেবাগুলি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মহিলা, তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষজন, প্রবীণ ব্যক্তি এবং রাজ্যের দুর্যোগপ্রবণ উপকূল অঞ্চলের বাসিন্দারা যাতে এইসব পরিষেবার সুযোগ সুবিধা পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে এই প্রকল্পে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বলেছে, ‘কোভিড-১৯ অতিমারির সময়ে সবার জন্য সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা বোঝা গেছে। সে কথা মাথায় রেখে এই প্রকল্পটি দরিদ্র ও দুর্বল গোষ্ঠীগুল