প্রাকৃতিক হিমাচল

হিমাচল প্রদেশ সরকার ১০০টি গ্রামকে 
প্রাকৃতিক চাষের গ্রাম হিসেবে গড়ে তুলবে


প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চাষিদের আয় বাড়ানোর জন্য হিমাচল সরকার প্রাকৃতিক চাষের প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যটিকে একটি প্রাকৃতিক চাষের রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, সাধারণ বাজেটে পরিবেশ বান্ধব এই চাষে অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক চাষের প্রচারের জন্য ১৫০০ কোটি টাকা সারা দেশের জন্য বরাদ্দ করেছে। এর সুযোগ নিতে হিমাচল সরকার সব পঞ্চায়েতে একটি মডেল স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে।

শুধু তাই নয়, বাজেটে রাজ্যের ১০০টি গ্রামকে প্রাকৃতিক চাষের গ্রাম হিসেবে গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়েছে। বাজেটে আরো বলা হয়েছে, রাজ্যের ৫০ হাজার প্রাকৃতিক চাষিকে বিনামূল্যে সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া একটি অনলাইন পোর্টাল তৈরি করা হবে যাতে প্রাকৃতিক চাষিদের এবং তাঁদের চাষ সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া থাকবে তাদের ব্যবসা বাড়ানোর জন্য। এরসঙ্গে প্রাকৃতিক চাষে উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য দিল্লি সহ রাজ্য জুড়ে ১০টি বিপণি স্থাপন করা হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষায় প্রাকৃতিক কৃষি বিষয়ে গবেষণা ও পাঠ্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে বলে বাজেটে বলা হয়েছে। রাজ্য জুড়ে প্রাকৃতিক চাষিদের ১০টি নতুন এফপিও তৈরি করা হবে। উল্লেখ্য, চার বছর আগে হিমাচল প্রদেশে প্রাকৃতিক চাষ শুরু হয়েছিল এবং এখন দেশের একমাত্র রাজ্য যেখানে সরকারিভাবে প্রাকৃতিক চাষ করা হচ্ছে। বর্তমানে রাজ্যটিতে ১ লক্ষ ৬৮ হাজার ৭৪১ জন চাষি ৯৩৮৮ হেক্টর চাষের জমিতে প্রাকৃতিক উপায়ে চাষ করছে।

মার্চ - ২২, ২৭- ৫২, কৃষি , প্রাকৃতিক চাষ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ