জল শুষে নিচ্ছে কোক পেপসি

কোক পেপসির জন্য শেষ হচ্ছে ভূজল 


অনুমতি ছাড়াই ভূজল ব্যবহার এবং এই জল রিচার্জ বা প্রতিস্থাপন না করার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) কোকাকোলা এবং পেপসির বোতল ভরার কারখানা উপর ২৪.৮২ কোটি টাকা জরিমানা ধার্য্য করেছে। গ্রেটার নয়ডা-ভিত্তিক কোম্পানিগুলির মধ্যে রয়েছে মেসার্স মুন বেভারেজ লিমিটেডের দুটি প্ল্যান্ট (একটি গ্রেটার নয়ডায় এবং অন্যটি গাজিয়াবাদে রয়েছে), যেটি কোকাকোলার জন্য এবং বরুণ বেভারেজ লিমিটেড পেপসিকোর জন্য কাজ করে৷ সুশীল ভাট বনাম মুন বেভারেজ লিমিটেড মামলার শুনানির সময় বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বে একটি বেঞ্চ ২৫ ফেব্রুয়ারি এই আদেশ দেন।

মার্চ - ২২, ২৭- ৫৭, জল, ব্যবসা

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন