ঘরের গাছ কমায় দূষণ

ঘরের মধ্যে রাখা গাছপালা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে


ঘরের মধ্যে রাখা গাছপালা পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে, পাশাপাশি ইতিবাচক শক্তি দেয়। সম্প্রতি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি (আরএইচএস) এর সহযোগিতায় করা এই গবেষণাটি দেখিয়েছে যে, ঘরে থাকা উদ্ভিদ নাইট্রোজেন ডাই অক্সাইড মাত্রা ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। এই গবেষণাটির রিপোর্ট এয়ার কোয়ালিটি অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে।

সাধারণত ব্রিটেনের বাড়িতে থাকা, পিস লিলি, ড্রাকেনা ফ্রেগ্রেন্স এবং ফার্ন অ্যারাম নামের উদ্ভিদ্গুলি নিয়ে এই গবেষণা করা হয়। বিজ্ঞানীরা এই গাছগুলির প্রতিটিকে একটি পরীক্ষার চেম্বারে রেখেছিলেন যার পরিবেশ একটি ব্যস্ত রাস্তার পাশের অফিসের মতো ছিল। গবেষকরা দেখেছেন, এই উদ্ভিদগুলির সবকটিই ঘরে থাকা নাইট্রোজেন ডাই অক্সাইডের প্রায় অর্ধেক কমাতে সক্ষম হয়েছিল।

মার্চ - ২২, ২৭- ৫৩, পরিবেশ, সংরক্ষণ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ