দূষণে মৃত্যু নবজাতকের

গর্ভাবস্থায় দূষণের আণুবিক্ষিক কণার জন্য নবজাতকের 
ওজন কম হতে পারে, এর জন্য জন্মের পরেই মারা যেতে পারে শিশু


বায়ু দূষণ ভারতে শিশুমৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। গর্ভাবস্থায় দূষণের আণুবিক্ষিক কণার জন্য নবজাতকের ওজন কম হতে পারে, যার কারণে তারা জন্মের পরেই মারা যেতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক গবেষকরা বলছেন, ভারতে শিশুমৃত্যুর হার বাড়াতে বাতাসের এই কণা দায়ী। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার শেষ পর্যায়ে শিশুরা এই কণার সংস্পর্শে আসে।

গবেষকদের মতে, দূষিত এই কণাগুলি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গর্ভবতী মহিলাদের ফুসফুসে প্রবেশ করে, যা শারীরিক চাপ স্ট্রেস সৃষ্টি করে। শুধু তাই নয়, এটি হরমোনের মাত্রাকেও প্রভাবিত করে, যা ভ্রূণের বিকাশকে প্রভাবিত করে। এ কারণে নবজাতকের জন্মগত ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড সেন্টার ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এবং দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা যৌথভাবে এই গবেষণাটি করেছেন। সায়েন্স অব টোটাল এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৬৪০টি জেলার পাঁচ বছরের কম বয়সী আড়াই লক্ষ শিশুকে নিয়ে এই গবেষণা করা হয়েছে। গবেষকরা প্রতিটি শিশুর জন্মের সময় বায়ু দূষণের মাত্রা জানতে স্যাটেলাইট ডেটা ব্যবহার করেছেন

গবেষণায় দেখা গেছে, যে শিশুর জন্মের সময় ওজন কম তাদের জীবনের প্রথম বছরে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া এই সূক্ষ্ম কণাগুলির কারণে, ছেলেদের তুলনায় মেয়ে শিশুদের মৃত্যুর হার অনেক বেশি বেড়েছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, প্রতি বছর প্রায় দুই কোটি নবজাতক স্বাভাবিক সময়ের অনেক আগেই ভূমিষ্ঠ হয়।

একইভাবে, নেচার সাসটেনেবিলিটি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বায়ু দূষণের সংস্পর্শে গর্ভবতী মহিলাদের গর্ভপাতের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বাড়ে। বিশ্লেষণে আরো দেখা গেছে, জন্মের প্রথম বছরে মারা যাওয়া শিশুরা অন্যান্য শিশুদের তুলনায় বেশি বায়ু দূষণের সম্মুখীন হয়েছিল।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন বা ডব্লুএইচও-এর মান অনুসারে, ভারতের ১৩০ কোটি জনসংখ্যা দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। ২০১৯ সালে, পিএম ২.৫ (পার্টিকুলেট ম্যাটার) এর গড় মাত্রা প্রতি ঘনমিটারে ৭০.৩ মাইক্রোগ্রাম রেকর্ড করা হয়েছিল, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জারি করা পিএম ২.৫-এর মান থেকে সাত গুণ বেশি।

মার্চ - ২২, ২৭- ৫৬, বায়ু দূষণ, শিশু মৃত্যু

Comments

Popular posts from this blog

সবজি উৎপাদনে শীর্ষে বাংলা

খাবার নেই ১২ কোটির

ডালে ডালে