আনা নয় টাকারস
আনারস বেশিরভাগ মানুষের একটি প্রিয় ফল। রসালো এই ফলের অনেক ঔষধি গুণও আছে। আনারস জ্বর ও জন্ডিস কমায়। এতে রয়েছে প্রচুর ক্যালরি , যা শক্তি জোগায়। অতিরিক্ত ওজনের সমস্যা দূর করতে আনারস খুবই কার্যকর। এতে প্রচুর পরিমাণে আঁশ, ভিটামিন সি , বিটা ক্যারোটিন , অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা ত্বকের মৃত কোষ দূর করে , ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায় । এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যাও দূর করে এই ফল। আনারসে থাকা ব্রোমেলিন যা উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ভাইরাল জ্বর , সর্দি , কাশি কমাতে সাহায্য করে। এই ফল খেলে গলাব্যথা , নাক দিয়ে জল পড়া ও ব্রংকাইটিস কমে। এর ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ দাঁত ও হাড়কে মজবুত করে। পুষ্টিগুণে ভরপুর ফল হচ্ছে আনারস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ , ক্যালসিয়াম , পটাশিয়াম , ফসফরাস , থায়ামিন , রাইবোফ্ল্যাভিন , ভিটামিন বি - ৬ , ফোলেট , প্যান্টোথেনিক অ্যাসিড , ম্যাগনেশিয়াম , ম্যাঙ্গানিজ , রয়েছে। আনারসে থাকা বিটা ক্যারোটিন চোখের রেটিনার রোগ দূর করে। এর ভিটামিন সি , বিটা ক্যারোটিন , জিঙ্ক , কপার , ফোলেট পুরুষ ও মহিলা উভয়েরই প্রজনন ক্ষমতা উন্নত করতে সাহায