আচ্ছে দিন
·
ভারতের মোট জাতীয় সম্পদের ৭৭
ভাগ রয়েছে মাত্র ১০ ভাগ লোকের হাতে। ২০১৭ সালে দেশ যে সম্পদ তৈরি হয়েছিল তার ৭৩ শতাংশ গিয়েছিল দেশের ১ শতাংশ ধনীদের হাতে।
·
ভারতে এখন ১১৯টি ধনী পরিবার
রয়েছে যাদের মোট সম্পদ ৭০০০ কোটি টাকারও বেশি। ২০০০ সালে এই ধরনের পরিবার সংখ্যা
ছিল মাত্র ৯। যেভাবে কোটিপতিদের সংখ্যা বাড়ছে তাতে ২০১৮ থেকে ২০২২ এই পাঁচ
সালের মধ্যে ভারতের প্রতিদিন ৭০ জন ৭ কোটি বা তার বেশি টাকার মালিক তৈরি
হবে।
·
দেশে কোটিপতিদের সংস্থা এক দশকে
এতটাই বেড়েছে যে, তাদের মোট সম্পদ ২০১৮-১৯ সালের দেশের বাজেটের থেকেও বেশি হয়ে গেছে।
·
অন্যদিকে সাধারণ মানুষ ন্যূনতম
চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছে। এর মধ্য ৬ কোটি ৩০ লক্ষ লোক বছরে চিকিৎসার খরচ জোগাড়
করতে গিয়ে, দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে।
·
এখনকার হিসেবে বড় কোম্পানির সব থেকে
বেশি মাইনে পাওয়া কর্মচারী এক বছরে যা আয় করে, সেই টাকা আয় করতে একজন গ্রামীণ
মজুরের ৯৪১ বছর লাগবে। এসব তথ্য জানা গেছে অক্সফ্যাম-এর এক
সমীক্ষা থেকে।
সেপ্টে-অক্টো ১৯২৫৩১, বৈষম্য, অর্থনীতি
Comments
Post a Comment