কর্পোরেট আগুন
আমাজনে আগুন যত ছড়াচ্ছে তত কর্পোরেটের কদর্য রূপ
জনসমক্ষে আসছে। নতুন এক রিপোর্টে দেখা যাচ্ছে, পৃথিবীর বৃহত্তম মার্কিনি
বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকরক ইনকর্পোরেট, যেসব কোম্পানি আমাজন এবং বিশ্বের অন্যান্য ক্রান্তীয় বন (বা ট্রপিক্যাল ফরেস্ট)
ধ্বংসের জন্য দায়ী, তাদের পয়সা জোগাচ্ছে। ‘ব্ল্যাকরকস বিগ ডিফরেস্টেশন প্রব্লেম’ নামে এই রিপোর্ট প্রকাশ করেছে ফ্রেন্ডস অব দ্য আর্থ, আমাজন ওয়াচ এবং প্রোফান্ডো নামে আর্থিক গবেষণা সংস্থা। এই রিপোর্টে আরো বলা হয়েছে, নিউইয়র্কের ব্ল্যাকরক, বিশ্বের ২৫ টি বড় সংস্থা যারা বনধ্বংসের জন্য দায়ী, তাদের
প্রধান শেয়ার মালিকদের মধ্যে অন্যতম। এই কোম্পানিগুলি মূলত সয়া, গোমাংস, পাম তেল, কাগজ ইত্যাদির ব্যবসা করে। বনকে কৃষিজমিতে বদলে সেখানে কোম্পানিগুলি এসবের চাষ করে।
Comments
Post a Comment