পরিবেশ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আদিবাসী
রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক বলেছেন, আদিবাসীদের কাছে প্রাচীন জ্ঞানের ভান্ডার রয়েছে যা মানবতাকে পৃথিবীর সম্পদের টেকসই ব্যবহারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তা সত্ত্বেও, এই সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হয় এবং তারা নানা রকম বঞ্চনার সম্মুখীন হয়।
শিল্প সভ্যতা, পরিবেশ এবং আদিবাসীদের অধিকারের উপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। আদিবাসীদের তাদের জমি থেকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। জলবায়ু সংকট তাদের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। টার্ক বলেন, আদিবাসীদের উপর এই সব অত্যাচার বন্ধ করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, আদিবাসীরা বিশ্বের জনসংখ্যার মাত্র ৬ শতাংশ। কিন্তু বিশ্বের মোট দরিদ্রের ২০ শতাংশই হল আদিবাসী। টার্ক বলেন, সমস্ত প্রাসঙ্গিক জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনায়, বিশেষ করে প্রকৃতি-পরিবেশ, বাস্তু ব্যবস্থা, সুস্থিতি বিষয়ক যে কোনো আলোচনায়, আদিবাসীদের অন্তর্ভুক্ত করতেই হবে। কারণ তারাই প্রকৃতি পরিবেশের সংরক্ষক। তাই এ বিশ্বকে তারা তাদের ধ্যান ধারণা দিয়ে রক্ষা করতে পারে।
জুলাই - ২৩, ২৯-০৭, আদিবাসী, পরিবেশ
Comments
Post a Comment