বিমানে পরিবেশ দূষণ
লাস্ট জেনারেশন জানিয়েছে, বিশ্বে জ্বালানি দূষণের অন্যতম বড় কারণ হল বিমান পরিষেবা
লাস্ট জেনারেশন জানিয়েছে, বিশ্বে জ্বালানি দূষণের অন্যতম বৃহৎ কারণ হল বিমান পরিষেবা। ইউরোপীয় কমিশনের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে চলা বিমান শিল্পকে যদি একটি দেশ হিসেবে ধরা হয়, তবে দূষণের মাত্রায় তারা প্রথম দশে থাকবে। এর পাশাপাশি জার্মানির সরকারকেও লাস্ট জেনারেশন জানিয়েছে, বিমানের জ্বালানি থেকে উৎপন্ন দূষণ রোধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে পারেনি জার্মানির সরকার। তারা বিমানে ব্যবহৃত পেট্রো সামগ্রীকে কর ছাড়ের আওতায় এনেছে। এর ফলে দূষণকারী সংস্থাগুলি আরো উৎসাহ পাচ্ছে। তারা আরো বলেছে, সে দেশের পরিবহণমন্ত্রীর কারণেই বিমান এবং সড়ক পরিবহণের ক্ষেত্রে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করা যাচ্ছে না।
জুলাই - ২৩, ২৯-০৬, জ্বালানি, দূষণ
Comments
Post a Comment