বিমানে পরিবেশ দূষণ

লাস্ট জেনারেশন জানিয়েছে, বিশ্বে জ্বালানি দূষণের অন্যতম বড় কারণ হল বিমান পরিষেবা

বিমান যাত্রার ফলে প্রভূত পরিমাণে দূষিত হচ্ছে পৃথিবী। এই অভিযোগ তুলে জার্মানির ২টি বিমানবন্দর স্তব্ধ করে দিয়েছিল পরিবেশ আন্দোলনের কর্মীরা। সংবাদসংস্থা এপি সূত্রের খবর, ‘লাস্ট জেনারেশন’ নামে একটি পরিবেশরক্ষা সংগঠনের সদস্যরা এবছর জুলাই মাসের ৬ তারিখ সকাল ৬টা নাগাদ জার্মানির হামবুর্গ এবং ডাসেলডর্ফ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে অবস্থান বিক্ষোভ শুরু করে। এরফলে হামবুর্গ বিমানবন্দরে অন্ততপক্ষে এক ডজন বিমান বাতিল হয়। ১০টি বিমান বাধ্য হয়, অন্য বিমানবন্দরে অবতরণ করতে। ডাসেলডর্ফ বিমানবন্দরে বিশৃঙ্খলা তুলনায় কম হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

লাস্ট জেনারেশন জানিয়েছে, বিশ্বে জ্বালানি দূষণের অন্যতম বৃহৎ কারণ হল বিমান পরিষেবা। ইউরোপীয় কমিশনের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে চলা বিমান শিল্পকে যদি একটি দেশ হিসেবে ধরা হয়, তবে দূষণের মাত্রায় তারা প্রথম দশে থাকবে। এর পাশাপাশি জার্মানির সরকারকেও লাস্ট জেনারেশন জানিয়েছে, বিমানের জ্বালানি থেকে উৎপন্ন দূষণ রোধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে পারেনি জার্মানির সরকার। তারা বিমানে ব্যবহৃত পেট্রো সামগ্রীকে কর ছাড়ের আওতায় এনেছে। এর ফলে দূষণকারী সংস্থাগুলি আরো উৎসাহ পাচ্ছে। তারা আরো বলেছে, সে দেশের পরিবহণমন্ত্রীর কারণেই বিমান এবং সড়ক পরিবহণের ক্ষেত্রে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করা যাচ্ছে না। 

জুলাই - ২৩, ২৯-০৬, জ্বালানি, দূষণ

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন