জলবায়ু বদল ও উদ্বাস্তুদের মানবাধিকার
২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাস্তুচ্যুত ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে
বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত লোকেরা তাদের খাদ্য, জল, স্যানিটেশন, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং কারও কারও জন্য তাদের জীবনের মৌলিক অধিকারসহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের সম্মুখীন হয়। মানবাধিকার কাউন্সিলের এক হিসেবে দেখা গেছে, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাস্তুচ্যুত ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷ কাউন্সিল বলেছে, এই মৃত্যুর অর্ধেকেরও বেশি ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পথে ভূমধ্যসাগরসহ অন্য সমুদ্রের অভ্যন্তরে ঘটেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, জলবায়ু বদলের ফলে বিপর্যয়ের শিকার মানুষজনের বেশিরভাগই দরিদ্র এবং প্রান্তিক মানুষ। জলবায়ু বদলের জন্য তাদের কোনো ভূমিকা নেই বললেই চলে।
জুলাই - ২৩, ২৯-০৫, জলবায়ু বদল, উদ্বাস্তু
Comments
Post a Comment