মিলেটে মহিলা স্বশক্তিকরণ

মিলেট চাষে মহিলা


বর্ষা আসতেই অন্ধ্রের জাহিরাবাদের মহিলা চাষিরা ছোলা, ফিঙ্গার মিলেট, ফক্সটেল মিলেট (বাজরার বিভিন্ন জাত), জোয়ার ইত্যাদি চাষ করে। তাদের বক্তব্য হল, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে একটি ফসল ব্যর্থ হলেও, অন্যগুলি বেঁচে থাকে।

এই অঞ্চলের মহিলারা বহু ফসল একসঙ্গে চাষ করতে পছন্দ করে, কারণ এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধী এবং জমির জন্যও ভালো। উপরন্তু, এটি আয়ে বৈচিত্র আনে। চাষে অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয় কারণ বীজ এবং জমি তারাই সংরক্ষণ করে। এতে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বৃদ্ধি সুযোগ তৈরি হয়। চাষ নিয়ে তাদের জ্ঞান ও দক্ষতা ক্রমশ তীক্ষ্ণ হয়ে ওঠে। তাদের সামাজিকভাবে ক্ষমতায়ন হয়। টেকসই কৃষি কেন্দ্রের চিফ অব অপারেশনস জি রাজশেখরের মতে, তুলো একক চাষের ফলে এই এলাকায় যে হাহাকার তৈরি হয়েছিল তা মহিলাদের এই মিশ্রিত মিলেট চাষে দূর হয়েছে।

জুলাই - ২৩, ২৯-০২, কৃষি, মহিলা, মিলেট

Comments

Popular posts from this blog

দূর অস্ত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন

বর্জ্য জল থেকে জ্বালানি, সেচ, সার…

দেশে ৪১০টি পকসো কোর্ট