বেড়েই চলেছে তাপমাত্রা

১৯৯৩ সাল থেকে শুরু করে গত তিন দশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্বিগুণ হয়েছে বলছে ডব্লিউএমও রিপোর্ট



জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৭তম কনফারেন্স অফ পার্টিস বা কপ-২৭ মিশরের শারম-আল-শেখ-এ ৬ নভেম্বর শুরু হয়েছে। এর উদ্বোধনে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট ইন ২০২২ রিপোর্ট নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে, গত আটটি বছর ছিল পৃথিবীর উষ্ণতম বছর। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য নির্গত গ্রিন হাউস গ্যাস এর কারণ। ডব্লিউএমও’র অনুমান, ২০২২ সালে, ১৮৫০-১৯০০ সময়ের প্রাক শিল্প বিপ্লবের গড় তাপমাত্রা থেকে, বিশ্বের গড় তাপমাত্রা ১.২৮ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রিপোর্টে অনুমান করা হয়েছে যে, ২০১৩-২০২২ এই দশ বছরে, প্রাক-শিল্প বিপ্লবের সময়ের থেকে, সর্বাধিক ১.২৭ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এখানে বলা হয়েছে, গত ২০ বছরের তুলনায় ২০২১ সালে সমুদ্রের তাপ সবথেকে বেশি ছিল। এছাড়া ১৯৯৩ সাল থেকে শুরু করে গত তিন দশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্বিগুণ হয়েছে। ২০২০ সাল অবধি এই উচ্চতা প্রতিবছর গড়ে ১০ মিলিমিটার করে বেড়েছে। প্রতিবেদনে আরো দেখানো হয়েছে, ২০২২ অর্থাৎ এই বছরে আল্পস পর্বতের হিমবাহতে বড় ক্ষত দেখা গেছে যা ব্যাপক আকারে বরফ গলে যাওয়ার প্রাথমিক ইঙ্গিত।

নভেম্বর - ২২, ২৮-২৪, জলবায়ু বদল

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন