খাবার নেই ১২ কোটির
রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, এফএও বলছে ২০১৮
সালে বিশ্বের ৫৩টি দেশের ১১ কোটি ৩০ লাখ মানুষ বিপজ্জনক মাত্রায় খাদ্য নিরাপত্তাহীনতার
শিকার হয়েছেন। সংঘাত এবং আবহাওয়াজনিত দূর্যোগের কারণেই এমনটি ঘটেছে।
সংস্থা বলছে ২০১৭ সালের তুলনায় এই বছরে খাদ্যসংকটের মুখে পড়া লোকের সংখ্যা এক কোটি
১০ লাখ কম হলেও, ১৭টি দেশে চরম ক্ষুধা পরিস্থিতি হয় বেড়েছে নয় অপিরিবর্তিত থেকেছে।
এই দেশগুলির মধ্যে ভারতও রয়েছে।
এপ্রিল ১৯২৪৮৫ কৃষি, জলবায়ু বদল
এটা নিয়েই আমার লড়াই.. আমি যেনো থেমে না পড়ি ভগবান আমাকে শক্তি দিক
ReplyDelete