স্বনির্ভর দলের উৎপাদন ফ্লিপকার্টে

স্বনির্ভর দলের উৎপাদিত সামগ্রী এবার পাওয়া যাবে ফ্লিপকার্টে


ভারতে গড়ে ওঠা সম্পূর্ণ দেশীয় ই-বাণিজ্যিক সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে গ্রামোন্নয়ন মন্ত্রকের সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে। দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা - জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশনের আওতায় স্থানীয় ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়নে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ই-বাণিজ্য ব্যবস্থার আওতায় নিয়ে আসতে এই উদ্যোগ। গ্রামাঞ্চলের মানুষের স্বনিযুক্তি ও শিল্পোদ্যোগ ক্ষমতাকে আরো শক্তিশালী করতে এই সমঝোতাপত্র সুদূরপ্রসারী ভূমিকা নেবে এবং প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন আরো ত্বরান্বিত হবে বলে সরকার মনে করছে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, স্বনির্ভার গোষ্ঠীগুলি গ্রামীণ অর্থনীতির মেরুদন্ড। এই লক্ষ্যে সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলির বার্ষিক উপার্জন বাড়িয়ে অন্তত ১ লক্ষ টাকা করার লক্ষ্য স্থির করেছে। এই লক্ষ্যে মন্ত্রক সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে সচেষ্ট হয়েছে। ই-বাণিজ্যিক সংস্থা ফ্লিপকার্ট সরকারের এই উদ্যোগে এগিয়ে এসেছে। তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রী বিপণনের বিপুল সম্ভাবনা রয়েছে। তাই, বিপণন পরিধি বাড়াতে ই-বাণিজ্যিক প্ল্যাটফর্মের সুযোগ নেওয়া জরুরি হয়ে উঠেছে। ফ্লিপকার্টের আধিকারিক বলেন, এই সমঝোতা স্বাক্ষরের ফলে গ্রামের মহিলারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী ১০ কোটির বেশি ফ্লিপকার্ট গ্রাহকের কাছে বিক্রি করতে পারবেন।

নভেম্বর -২১, ২৭- ৩৫, 
স্বনির্ভর দল, উৎপাদন, বিপণন

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ