কৃষিঃ কেন্দ্রের লেখাজোখা
২০২০-২১-এ বাজেট বরাদ্দ ছিল ১,৩৪,৩৯৯.৭৭ কোটি টাকা যা দেশের মোট বাজেটের ৯.৩ শতাংশ। ২০১৯-২০ বছরে কৃষিক্ষেত্রে মোট বাজেটের ৯.৬ শতাংশ টাকা বরাদ্দ ছিল। তবে বরাদ্দ থাকলেই তা খরচ হবে এমনটা নয়। আসলে কত টাকা খরচ হয়েছে তা মার্চ মাসের পরেই জানা যাবে।
·
২০১৫-১৬
তে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল ২৫১.৫৪ লক্ষ টন। ২০১৯-২০ অর্থ বছরে তা বেড়ে
হয়েছে ২৯৬.৬৫ লক্ষ টন।
·
চাষিদের
থেকে ফসল সংগ্রহের পরিমাণ ২.৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এই আর্থিক বছরে।
·
‘প্রধানমন্ত্রী
কিষান সম্মান নিধি’ যোজনার শুরুর থেকে এ পর্যন্ত উপকৃত হয়েছে ১০.৫৯ লক্ষ চাষি
পরিবার।
·
প্রধানমন্ত্রী
ফসল বিমা যোজনার শুরু থেকে এযাবৎ ২৩ কোটি চাষি নথিভুক্ত হয়েছে।
·
কিষান
ক্রেডিট কার্ডের মাধ্যমে ২.৫ কোটি চাষি উপকৃত হয়েছে।
·
দশ হাজার
ফার্মার্স প্রড্যুসার্স অর্গানাইজেশন (এফপিও) বা কৃষি উৎপাদকদের ব্যবসায়িক সংস্থা
গঠনের জন্য বাজেটে ৬,৮৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
·
ক্ষুদ্রসেচ
তহবিল গঠন বাবদ নাবার্ডকে ৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। তবে এই তহবিল ব্যবহার
করে এখনো অবধি কোনো সদর্থক কাজ করা হয়নি।
·
দেশের
১৮টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের এক হাজারটি বাজারে ই-নাম পরিষেবা বা কৃষি
সামগ্রীর বৈদ্যুতিন কেনাবেচার ব্যবস্থা তৈরি হয়েছে।
·
বাস্তুতন্ত্রের
সংরক্ষণের জন্য ৪৫.৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার প্রথম পর্যায়ে ১৯.৭০ কোটি
টাকা মঞ্জুর করা হয়েছে।
কেন্দ্রীয়
সরকারের হিসেবে অনেক কিছু বলা আছে, যেমন মাটির স্বাস্থ্য পরীক্ষার কার্ড বিতরণের
পরিমাণ বেড়েছে, জৈব চাষের উদ্যোগ নেওয়া হয়েছে, নিম যুক্ত ইউরিয়া প্রয়োগ হয়েছে।
কিন্তু এরকম অনেক কিছুরই কোনো তথ্য দেওয়া হয়নি।
সূত্রঃ
পিআইবি
ফেব্রুয়ারি - ২১ ২৬-০৯, বাজেট, কৃষি
Comments
Post a Comment