বে হাল


কৃষিক্ষেত্রে আর্থিক বৃদ্ধির হার কমছে এই আর্থিক বছরে প্রথম তিন মাসে এই ক্ষেত্রে বৃদ্ধির হার ২ শতাংশ গত বছর এই একই সময়ে বৃদ্ধির হার ছিল ৫.১ শতাংশ তবে শুধু এই বছরেই নয়, কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। উদাহরণ হিসেবে বলা যায়, শেষ পাঁচ বছরে গড়ে কৃষিতে বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ যেখানে তা আগের পাঁচ বছরের হার ছিল ১৪.৬ শতাংশ রিজার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়ার সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে এখন প্রশ্ন হল, ২০২২ সালের মধ্যে চাষিদের আয় দ্বিগুণ করার কেন্দ্রীয় সরকারের লক্ষ্য তাহলে কীভাবে পূরণ হবে?

সেপ্টে-অক্টো ১৯২৫২৫, কৃষি, অর্থনীতি

Comments

Popular posts from this blog

রাজ্যে ভূ-জল কমছে

জিন ফসলঃ সরষের পর আবার বেগুন

ফসলে দাম নেই