রমণীয় চাষ

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশে মহিলাদের মালিকানাধীন জমির পরিমাণ বেড়েছে। ২০১০-১১ সালে যেখানে মোট জমির ১২.৭৮ শতাংশ মহিলাদের হাতে ছিল, ২০১৫-১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.৭৮ শতাংশ। মন্ত্রকের কথায়, মহিলা কিষান স্ব-শক্তিকরণ যোজনার কারণে এই পরিবর্তন দেখা গেছে। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার একথা জানিয়েছেন।

বিভিন্ন সমীক্ষায় বারবার দেখা গেছে, বীজ রোপণ থেকে সংরক্ষণ, অর্থাৎ চাষের সম্পুর্ণ কাজে পুরুষদের তুলনায় মেয়েরাই বেশি কাজ করে। আর এখন পুরুষেরা কাজের জন্য ভিটেমাটি ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছে। ফলে চাষের পুরো কাজটাই মেয়েদের ওপর এসে পড়ছে। কিন্তু জমি অধিকার নেই বলে তারা, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি চাষের প্রশিক্ষণ, পরিষেবা থেকেও বাদ পড়ছে তারা। চাষের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি মেয়েদের উপযোগী নয় ফলে তাদের কায়িক শ্রমও কমছে না। বাজারে তাদের কোনো অধিকার নেই। আর তাই যদি মহিলা কিষানদের সত্যি অর্থে স্ব-শক্তিকরণ করতে হয়, তবে এই বিষয়গুলির দিকে নজর দেওয়া দরকার।

সেপ্টে-অক্টো ১৯২৫২৪, কৃষি, মহিলা কিষান

Comments

Popular posts from this blog

রাজ্যে ভূ-জল কমছে

জিন ফসলঃ সরষের পর আবার বেগুন

ফসলে দাম নেই