গলছে বরফ বাড়ছে জল


জলবায়ু বদলের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি যতটা হবে বলে আগে ধারণা করা হয়েছিল, তা তার থেকেও বাড়বে বলে বিবিসি’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফ গলার হার দ্রুততর হওয়াই এর কারণএতে ৮০ লক্ষ বর্গ কিলোমিটার পরিমাণ ভূমি সাগরের জলে তলিয়ে যাবে এর মধ্যে থাকবে ভারত ও বাংলাদেশের এক বড় অংশ। এতদিন বিজ্ঞানীরা বলছিলেন, ২১০০ সাল নাগাদ জলতলের উচ্চতা বাড়বে এক মিটারের কিছু কম। কিন্তু এখন বলা হচ্ছে, ওই হিসেবে থেকেও দ্রুত হারে সমুদ্র জলতলের উচ্চতা বাড়ছে। নতুন হিসেব বলছে, যদি কার্বন নির্গমনের হার একই থাকে, তবে ২১০০ সাল নাগাদ উচ্চতা বাড়বে ৬২ সেন্টিমিটার থেকে ২৩৮ সেন্টিমিটার পর্যন্ত। এর আগে ২০১৩ সালের রিপোর্টে বলা হয়েছিল এই জলতলের উচ্চতা ৫২ থেকে ৯৮  সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে।

জুন ১৯২৪১০৬,  জলবায়ু বদল, বিপর্যয় 

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ