বরফের মাছ


হিমালয় লাগোয়া রাজ্যগুলিতে দেড় শতাধিক প্রজাতির দেশীয় মাছের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে জলবায়ু বদল ফলে তাদের জীবন বিপন্ন হবে ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মূলত উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং অরুণাচল প্রদেশে জলবায়ু বদলের প্রভাব সব থেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে অপরিকল্পিত আবাস, নদী ভাঙন, ভিনদেশী মাছের চাষ এবং বড় বাঁধের জন্যও দেশজ মাছের অবলুপ্তি ঘটতে চলেছে

সেপ্টে-অক্টো ১৯২৫২৮, মাছ, জলবায়ু বদল

Comments

Popular posts from this blog

রাজ্যে ভূ-জল কমছে

জিন ফসলঃ সরষের পর আবার বেগুন

ফসলে দাম নেই