চাষআ বাদ
দেশের অর্থনীতিতে কৃষির থেকে অন্যান্য ক্ষেত্র দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কেন এই ক্ষেত্রে বৃদ্ধির হার কমছে এবং এই পরিস্থিতি শুধরে
কীভাবে চাষিদের আয় দ্বিগুণ করা যায়, তা খুঁজে দেখার
জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি তৈরি করেছিল। এই কমিটি তাদের রিপোর্টে ৭টি বিষয় চিহ্নিত করেছে। রাজ্যসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন। কমিটি যে সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছে তা হল,
উৎপাদনশীলতা বৃদ্ধি, চাষিদের প্রকৃত দাম পাওয়ার ব্যবস্থা, জলবায়ু বদলের সঙ্গে খাপ খাইয়ে চাষ ব্যবস্থা তৈরি, প্রধান ফসল চাষের এলাকা বৃদ্ধি, আবাদযোগ্য খেত বৃদ্ধি, প্রকৃতির বিভিন্নতা অনুযায়ী চাষ ও জলের প্রাপ্যতা বৃদ্ধি।
এই রিপোর্টের ভিত্তিতে সরকার ঠিক
করেছে, তারা কৃষি বিষয়ক প্রধান ১০টি প্রকল্প যেমন, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, মাটির স্বাস্থ্য কার্ড, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা ইত্যাদির ব্যাপক প্রয়োগ করবে। কিন্তু প্রশ্ন হল, এই যোজনাগুলি তো বহুদিন ধরে চলছে আর এ বাজেটে তো সব প্রকল্পের বরাদ্দ হয় এক আছে বা কমেছে (মুদ্রাস্ফীতির হিসেব অনুযায়ী)। আর যে ৭টি মূল বিষয় চিহ্নিত করা হয়েছে সে নিয়ে আগেও কাজ হচ্ছিল। কিন্তু এখন কী অন্য রকম কিছু হবে, যাতে চাষির আয় দ্বিগুণ হয়ে যাবে – সরকার সেকথা
কোথাও পরিষ্কার করে বলছে না।
সেপ্টে-অক্টো ১৯২৫২৬, কৃষি, অর্থনীতি
Comments
Post a Comment