বন্য গল্প


দেশে বনায়নের জন্য কেন্দ্রীয় সরকার ৪৭ হাজার ৪৩৬ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্য সরকারগুলিকে এই টাকা দেওয়া হবে দেশে সবুজায়ন এবং বনায়ন করতে। পরিবেশ, বন ও জলবায়ু বদল বিষয়ক মন্ত্রী প্রকাশ জাবড়েকর একথা জানিয়েছেন। রাজ্য সরকারগুলি যে টাকা বরাদ্দ করেছে তার সঙ্গে এই টাকা যুক্ত হবে। মন্ত্রী বলেন, সরকার ধারাবাহিকভাবে এই সবুজায়ন এবং বনায়নের কাজ করবে। এর ফলে ২০০ সালের মধ্যে আড়াই থেকে তিন বিলিয়ন (১বিলিয়ন = ১০০ কোটি) টন কার্বন-ডাই অক্সাইডের সমতুল একটি অতিরিক্ত কার্বন আধার (সিঙ্ক) তৈরি হবে। এই অর্থ বেতন, ভ্রমণ-ভাতা, চিকিৎসা-ভাতা ইত্যাদি খাতে খরচ করা যাবে না।

সেপ্টে-অক্টো ১৯২৫২৭, বনায়ন

Comments

Popular posts from this blog

রাজ্যে ভূ-জল কমছে

জিন ফসলঃ সরষের পর আবার বেগুন

ফসলে দাম নেই