কাজের কথা
পাঁচ বছরে এই প্রথম, ১০০
দিনের কাজে গত বছরের মোট খরচ থেকে এবছরের বাজেট কমল। ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেটে ৬০
হাজার কোটি টাকা ধরা হয়েছে। গত বছরে এই প্রকল্পে মোট খরচ হয়ে ছিল ৬১ হাজার ৮৪ কোটি
টাকা। খাতায় কলমে ১ হাজার ৮৪ কোটি টাকা কমলেও, মুদ্রাস্ফীতির হার ধরলে অনুমোদিত
ব্যয়ের অঙ্ক আরো কম হবে।
২০১৯-২০ আর্থিক বছরের প্রথম দিকে দেশে ব্যাপক খরা হয়েছিল। এরপর বেশকিছু রাজ্যে দেখা
দিয়েছে বন্যা। এতে বিশেষজ্ঞরা বলছেন, কৃষি উৎপাদন মার খাবে। এছাড়া শিল্পে মন্দার কারণে
অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে। ফলে ১০০
দিনের কাজে চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই প্রকল্পে অর্থ বরাদ্দ কমে
যাওয়ায় গ্রামীণ মানুষের দুরাবস্থা আরো বাড়তে পারে। বলার মতো বিষয় হল, ২০১৮-১৯
আর্থিক বছরে ২৬৭.৯৬ কোটি শ্রমদিবস তৈরি হয়েছিল এই প্রকল্পে।
অগস্ট
১৯২৫১৩ শ্রম, অর্থনীতি
Comments
Post a Comment