তেঁতোর ডাল


কেন্দ্রীয় সরকার দাবী করছে, যে তারা সরাসরি ডাল আমদানি করেনি। তবে ২০১৮-১৯ আর্থিক বছরে ২৫.২৭ লক্ষ মেট্রিক টন ডাল আমদানি করা হয়েছে। কারা আনল এই ডাল? সরকার বলছে, ব্যক্তিগত উদ্যোগ। কেন্দ্রীয় সরকারের কনস্যুমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের রাজ্য মন্ত্রী  ডানভে রাওসাহেব দাদারাও লোকসভায় এক লিখিত উত্তরে বলেছেন সরকার ডাল আমদানি করেনি। তবে সেই উত্তরে পাশাপাশি লেখা রয়েছে মোট আমদানির ৫০ শতাংশ মায়ানমার ও কানাডা থেকে করা হয়েছে। মায়ানমার থেকে আনা হয়েছে প্রায় ৭ লক্ষ টন আর কানাডা থেকে আনা হয়েছে ৫ লক্ষ ২০ হাজার টন । এছাড়া মোজাম্বিক, রাশিয়া এবং তানজানিয়া থেকে যথাক্রমে ২ লক্ষ ২৮ হাজার টন, ১ লক্ষ ৫৫ হাজার টন এবং ১ লক্ষ ১৫ হাজার টন ডাল এসেছে। মধ্যপ্রদেশের ইন্দোরের অল ইন্ডিয়া ডাল মিলার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুরেশ আগরওয়াল বলেছেন, সরকার ৬ লক্ষ টনের বেশি ডালের আমদানি নিষিদ্ধ করেছিল। কিন্তু এই নিষেধাজ্ঞা বহুজাতিক সংস্থাগুলি লঙ্ঘন করেছে। এই খবর দিল ডাউন টু আর্থ।
অগস্ট ১৯২৫১২ চাষ, অর্থনীতি

Comments

Popular posts from this blog

রাজ্যে ভূ-জল কমছে

জিন ফসলঃ সরষের পর আবার বেগুন

ফসলে দাম নেই