মেঘদূত


ভূ বিজ্ঞান ও কৃষিমন্ত্রক একটি মোবাইল পরিষেবা চালু করেছে। স্থানীয় ভাষায় এই পরিষেবার কাজ হবে, চাষিদের ফসল এবং প্রাণীসম্পদ নিয়ে আবহাওয়া ধরে ধরে, কৃষি পরামর্শ দেওয়া। এখন এই পরিষেবা শুরু হয়েছে দেশের  নানা রাজ্যের ১৫০ টি জেলায়। পরের বছরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও প্রসারিত হবে। এটি তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বাতাসের গতি এবং দিক নিয়ে পূর্বাভাস দেবে। এছাড়া আবহাওয়া অনুযায়ী চাষি কীভাবে ফসল এবং পশুপালনের যত্ন নেবে, থাকবে তারও পরামর্শ। পরিষেবা দেওয়া হবে সপ্তাহে দু দিন, মঙ্গলবার এবং শুক্রবার।  
কৃষককে কাছে সহজে পৌঁছোতে মানচিত্র এবং ছবি আকারে তথ্য সরবরাহ করা হবে। এই পরিষেবাটি  হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউবের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যাতে চাষিরা এই পরামর্শগুলি অন্যদেরও দিতে পারে। আবহাওয়া বিভাগ এবং ইন্ডিয়ান ট্রপিকাল মিটিয়রলজি ইনস্টিটিউট এবং ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের বিশেষজ্ঞরা মিলে তৈরি করেছে এই অ্যাপলিকেশন বা অ্যাপটি। নাম রাখা হয়েছে মেঘদূত। বিভিন্ন অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাচ্ছে। ইন্ডিয়া সায়েন্স ওয়্যার সূত্রে এখবর জানা গেছে।
অগস্ট ১৯২৫১১ চাষ, প্রযুক্তি

Comments

Popular posts from this blog

রাজ্যে ভূ-জল কমছে

জিন ফসলঃ সরষের পর আবার বেগুন

ফসলে দাম নেই