জলেই শহর !

সুস্থায়ী নগর উন্নয়ন বিষয়ক রাষ্ট্রসংঘের সংস্থা, ইউএনহ্যাবিট্যাটের প্রধান আমিনা জে মোহাম্মদ বলেছেন, নগর এবং নগরবাসীর জীবনধারার উন্নয়নে সৃজনশীল উদ্যোগ প্রয়োজন এজন্যই নানা উদ্ভাবনের কাজ চালিয়ে যেতে হবে যার লক্ষ্য হবে দারিদ্রের অবসান, গ্রহের সুরক্ষা এবং সবার জন্য শান্তি সমৃদ্ধিতিনি এই ধরনের সৃজনশীল সমাধানের নজির হিসাবে জলে ভাসমান নগর নির্মাণের কথা বলেন। সঙ্গে বলেন, রাষ্ট্রসংঘের বক্তব্য, এখন আর নিউইয়র্ক বা নাইরোবির মতো শহর নির্মাণ করা যাবে না শহর গড়তে হবে মানুষের জন্য, গাড়ির জন্য নয় শহর গড়তে হবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে মাথায় রেখেইআর তাই ভাসমান শহর আমাদের জন্য একটি নতুন হাতিয়ার হয়ে উঠতে পারে

জুলাই ১৯২৫০৫ পরিবেশ, নগরায়ন

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ