পণ্ড শ্রম
এবার আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজ়েশন-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এলো বিশ্ব উষ্ণায়নের কথা। তাদের মতে, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বছরে ২ শতাংশেরও বেশি হারে কাজের সময় কমবে। ফলে আর্থিক ক্ষতি হবে ২ লক্ষ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১,৬০,৭৩,১১২ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণায়নের ফলে গরমে কাজ করা দুষ্কর হবে। মানুষের কাজের গতি কমবে। ভারতের কৃষি এবং নির্মাণ-শিল্পে মানুষ উন্মুক্ত
স্থানে কাজ করে। ফলে এই দুই
ক্ষেত্রেই সবথেকে বেশি প্রভাব পড়বে। শ্রম সংস্থার হিসেবে দেখা গেছে, ২০৩০ সালের মধ্যে ৩ কোটি ৩৪ লক্ষ নিয়মিত কাজ খোয়াবে ভারত।
জুলাই ১৯২৫০৬ উষ্ণায়ন, শ্রম, কৃষি
জুলাই ১৯২৫০৬ উষ্ণায়ন, শ্রম, কৃষি
Comments
Post a Comment