গলে জল
হিমালয়ের বরফ আশঙ্কাজনক হারে
গলছে। গত ৪০ বছরের তোলা ছবি বিজ্ঞানীদের এমন দুশ্চিন্তার কারণ। তাঁরা বলছেন, এ
জন্য ভারত, চিন, নেপাল, ভুটানসহ এশিয়ার কয়েকটি দেশের অন্তত ১০০ কোটি
মানুষের জলের সংকট দেখা দিতে পারে। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এক
প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের তুলনায় দ্বিগুণ হারে গলছে হিমালয়ের
বরফ। ২০০০ সাল
থেকে বছরে শতকরা এক ভাগ করে বরফ গলছে। এর ফলে বছরে সাড়ে পাঁচ ফুটের চেয়েও বেশি পরিমাণের বরফ গলছে। আরো একটি হিসেবেও
দেখা গেছে, আগের ২৫ বছরের তুলনায় এখন দ্বিগুণ হারে হিমালয়ের বরফ গলছে।
জুলাই ১৯২৫০৭ উষ্ণায়ন
Comments
Post a Comment