একটি গাছ হাজার প্রাণ


নতুন এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় রোধে বিশ্বজুড়ে প্রচুর গাছ লাগানোটাই সবচেয়ে ভালো উপায়। এই নতুন গবেষণায় নেতৃত্ব দিয়েছেন সুইস ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম ক্রাউথার। তাদের প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বজুড়ে বনায়নযোগ্য ১৭০ কোটি হেক্টর জমি বৃক্ষহীন অবস্থায় আছে, যা বিশ্বের মোট ভূমির ১১ শতাংশ। এসব জমিতে স্থানীয় গাছ লাগানো হলে তা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠবে। গবেষকদের মতে বৃক্ষ রোপণ, জলবায়ু পরিবর্তনজনিত সংকট সমাধানের একটি উপায়ই নয়, বরং এটি সবথেকে ভালো এবং সহজ উপায়। ক্রাউথার মনে করেন, জীবাশ্ম-জ্বালানি পোড়ানো ও বন ধ্বংসের কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমন শূন্যের কোটায় নামিয়ে আনতে, গাছ লাগানো জরুরি।
জুলাই ১৯২৫০৪ পরিবেশ, বনায়ন

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন