বৈচিত্র কমছে, কমছে খাদ্য



খাদ্যের জন্য চাষাবাদের ক্ষেত্রে জীববৈচিত্র সংকুচিত হতে থাকায় জনগোষ্ঠীর স্বাস্থ্য, জীবনযাত্রা এবং পরিবেশ হুমকির মুখে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন, এফএও। এফএও প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, খাদ্য, জ্বালানি এবং আঁশজাতীয় পণ্যের জোগান দেয় যেসব গাছপালা এবং প্রাণী সেগুলি হারিয়ে যাচ্ছে। মোট ৯১ টি দেশ এই গবেষণার জন্য তথ্য দিয়েছে। খাদ্য এবং কৃষিতে জীববৈচিত্রের বিষয়গুলি তদারকির জন্য গঠিত কমিশন অন জেনেটিক রিসোর্সেস ফর ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার এর তদারকিতে এই গবেষণা পরিচালিত হয়।

এপ্রিল ১৯২৪৮৬ কৃষি, জীববৈচিত্র 

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ