বেশিদিন বাঁচছে নারী

চলতি শতক শুরুর পর বিশ্বে গড় আয়ু বেড়েছে প্রায় সাড়ে পাঁচ বছর এবং সব জায়গায় নারীরা পুরুষের চেয়ে বেশিদিন বাঁচছে। গত ৫ জানুয়ারি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ওর্য়াল্ড হেলথ স্ট্যাটিসটিক্স ওভারভিউ ২০১৯ নামক রিপোর্টে একথা জানিয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে খুন, সড়ক দূর্ঘটনা, আত্মহত্যা, আবহাওয়াজনিত কারণ অথবা হৃদরোগ এগুলির যেকোনো কারণেই মৃত্যু ঘটুক না কেন, নারীদের চেয়ে পুরুষদের অবস্থা উপর্যুপরি খারাপ হচ্ছে। রিপোর্টে দেখা যাচ্ছে ২০০০ সালের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে স্বাস্থ্যবান জীবনযাপনের সময়কাল গড়ে সাড়ে ৫৮ থেকে বেড়ে ৬৩.৩ বছরে দাঁড়িয়েছে।রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে নারী ও পুরুষের আয়ুর ক্ষেত্রে এই ফারাক হওয়ার কারণ স্বাস্থ্যচর্চা সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গীর পাথর্ক্য ।


এপ্রিল ১৯২৪৮৪ স্বাস্থ্য, নারী

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ